ভাইভা প্রস্তুতি

ভাইভা প্রস্তুতি

যেকোনো নিয়োগের লিখিত অংশের পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার অল্প সময়ের মধ্যে ভাইভা শুরু হয়ে যায়। ফলে ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব হয় না। এতে আত্মবিশ্বাস কম থাকে এবং জানা জিনিসও ভুল করে আসে। তাই চাকরির ভাইভা ভালো করতে হলে প্রবল আত্মবিশ্বাস থাকতে হবে। আর এ জন্য ভাইভার প্রক্রিয়া সম্পর্কে জানা ও পড়াশোনা করা প্রয়োজন। নিচে চাকরির ভাইভার ভাইভা প্রস্তুতি নিয়ে আলোচনা করা হলো।

ভাইভা প্রস্তুতি

ভাইভা প্রস্তুতিঃ 

বোর্ডে বাংলায় প্রশ্ন করলে বাংলায় উত্তর দিবেন আর ইংরেজিতে প্রশ্ন করলে ইংরেজিতে। কোনো বিষয়ে ভাইভা বোর্ডের সাথে তর্ক করতে যাবেন না। মতাদর্শিক প্রশ্ন হলে টেকনিক্যালি উত্তর দিবেন। বিভিন্ন গানিতিক হিসাবের প্রশ্ন করলে ভালোভাবে চিন্তা বা ক্যালকুলেশন করে উত্তর দিবেন। তাই বলে অতিরিক্ত কালক্ষেপন করবেন না। উত্তর না দিতে পারলে সরি বলতে হবে। উত্তর না জানলে এমন ভান করবেন না যেন আপনি উত্তরটা জানেন।

ভাইভা দেওয়ার সময়, আঞ্চলিকতা এড়িয়ে চলুন এবং নিশ্চিত করুন যে আঞ্চলিকতা কোনোভাবেই প্রকাশ না হয়। বাংলা হোক বা ইংরেজি, উচ্চারণ ঠিক রাখার চেষ্টা করুন। উচ্চারণে সতর্ক থাকুন।ভাইভা বোর্ডে অতিরিক্ত স্মার্টনেস পরিহার করুন। অন্য দিকে তাকিয়ে উত্তর দেওয়া যাবে না।আর অবশ্যই মার্জিতভাবে কথা বলবেন।ভাইভা প্রস্তুতি

আত্নবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে ভাইভা প্রস্তুতি এর উপযোগী কিছু প্রশ্ন এবং এর উত্তর জানা থাকা জরুরিঃ

১. আপনার নাম কি?

২. আপনার নামের অর্থ কী?

৩. এই নামের একজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন?

৪.আপনার নিজের সম্পর্কে কিছু বলুন?

৫.আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন?

৬. আপনার জেলার নাম কী?

৭. আপনার জেলাটি বিখ্যাত কেন?

৮. আপনার জেলার একজন বিখ্যাতমুক্তিযোদ্ধার নাম বলুন?

১০. আপনার জেলার একজন বিখ্যাতব্যক্তির নাম বলুন?

১১. আজ কত তারিখ?

১২. আজ বাংলা কত তারিখ?

১৩. আজ হিজরি তারিখ কত?

১৪. ইতিহাসে আজকের দিনের বিশেষ ঘটনা কি?

১৫.প্রয়োজনে ভ্রমণ বা ট্রন্সফার হওয়াকে কিভাবে গ্রহণ করবেন? ইত্যদি ।

টেনশনমুক্ত থাকুন। দুশ্চিন্তাকে না বলুন। ভাইভার আগের রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমিয়ে নিন। সম্ভব হলে আগের পড়াগুলো রিভিশন দিন।আগের দিন নতুন কোনো টপিক পড়তে যাবেন না। এতে গোলমাল পাকিয়ে যেতে পারে। সুস্বাস্থ্যের দিকেও গুরুত্ব দিন। রাত জেগে অসুস্থ হয়ে পড়া যাবে না।নিজ জেলা, মুক্তিযুদ্ধ, সংবিধান ও সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন। ভাইভা বোর্ডে আপনার নিজ জেলা সম্পর্কে খুঁটিনাটি প্রশ্ন করা হতে পারে।

ভাইভা বোর্ডে অবশ্যই ফরমাল ড্রেস পরে যাবেন। আগে থেকেই সব গুছিয়ে রাখুন। ছেলেরা সাদা শার্ট, কালো প্যান্ট ও কালো বেল্ট, কালো রঙের ফরমাল ফিতাসহ শু পরতে পারেন। চাইলে শীতকালে স্যুট-টাই পরতে পারেন। চুল আদর্শ পরিমাণে ছোট করে কেটে যাবেন। মেয়েরা শাড়ি বা স্যলোয়ার কামিজ যেটাতে কমফোর্ট  ফিল করেন সেটা পরবেন । সর্বোপরি পরিচ্ছন্নতা সবার জন্য গুরুত্বপূর্ণ।ভাইভার দিন ঠিক সময়ের আগে কেন্দ্রে উপস্থিত হবেন।

পর্যাপ্ত সময় হাতে রেখে বাসা থেকে রওনা দিন।ভাইভা বোর্ডে অনুমতি নিয়ে প্রবেশ করে প্রথমে সালাম বা আদাব দেবেন। বোর্ড চেয়ারম্যান বা সদস্য বসতে বললে বসবেন। অনুমতির আগে বসবেন না। অনেকক্ষণ হয়ে হয়ে গেলে আপনি বলতে পারেন, ‘আমি কি বসতে পারি, স্যার।’ বসতে বললে অবশ্যই ধন্যবাদ দেবেন। আপনার জন্য শুভ কামনা রইলো।

আরো জানতে ক্লিক করুনঃ

৪৬ তম বিসিএস সার্কুলার ২০২৩

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ২০২৩

শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি A to Z

NSI Preparation A to Z 2023

SI Preparation A to Z 2023

ফর্সা হওয়ার ঘরোয়া উপায়

ওজন কমানোর সহজ উপায় (ডায়েট চার্ট সহ)

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

এরকম আরো টিপস পেতে আমাদের সাইট টি নিয়মিত ভিজিট করুন। আর হ্যাঁ অপনি যদি একজন চাকুরিপ্রার্থী হন তাহলে আমাদের ওয়েবসাইটে থাকা অন্যান্য চলমান নিয়োগ বিজ্ঞপ্তি গুলো দেখতে পারেন। আপনি চাইলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার বন্ধু-বান্ধব কাছের লোকদের সাথে শেয়ার করতে পারেন নিচে থাকার শেয়ার বাটন থাকে। ধন্যবাদ শেষ অবধি সাথে থাকার জন্য।

x