Primary job preparation 2023

Primary job preparation 2023

এই পোস্টে যা যা থাকছেঃ Primary job preparation 2023

  • প্রাথমিক সহকারী শিক্ষক প্রথম ধাপের পরীক্ষার  তারিখ
  • প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যোগ্যতা
  • প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন
  • প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার নাম্বার বন্টন

  • প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য যেভাবে পড়বেন

  • প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন

  • প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্রে করণীয়

  • ভাইভা প্রস্তুতির লিংক

প্রাথমিক সহকারী শিক্ষক প্রথম ধাপের পরীক্ষার  তারিখঃ

প্রাথমিক শিক্ষক নিয়োগ: প্রথম ধাপের পরীক্ষা হতে পারে আগস্টে। ১ম ধাপের আবেদনকারী  সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৭০০ জন। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সিলেবাস, মানবণ্টন প্রস্তুতি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আসুন এখান থেকে এই নিয়োগ পরীক্ষার প্রস্তুতি গ্রহন করি। ১ম ধাপের এই নিয়োগ প্রস্তুতি আপনি সহজেই নিতে পারবেন। বাংলা, ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান এর উপর প্রশ্ন থাকবে। আশা করি প্রতিটি বিষয় ভালো করে সম্পূর্ণ করে আপনি পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবেন। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ২০২৩ Primary job preparation 2023

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যোগ্যতাঃ

প্রাইমারি শিক্ষক নিয়োগের যোগ্যতা হিসেবে থাকতে হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের জিপিএ স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রী। চারটি স্কেলে ন্যূনতম ২.২৫ এবং ৫ স্কেলে ২.৮ সি জি পি এ থাকতে হবে। তাই আপনার যদি এই যোগ্যতার সাথে মিলে যায় তাহলে আপনি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এর জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের সর্বশেষ খবর, প্রাথমিক শিক্ষক নিয়োগ কোন জেলায় কতজন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সীমা এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ইত্যাদি বিষয় বলে সম্পর্কে আপডেট খবর জানার চেষ্টা করুন। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ২০২৩ Primary job preparation 2023

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি A to Z

প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতনঃ

প্রাইমারি সহকারী শিক্ষক পদের বেতন গ্রেড কত? — ১৩ তম।
বেতন স্কেলঃ ১১০০০ থেকে ২৬৫৯০, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী।
প্রশিক্ষণ প্রাপ্ত / প্রশিক্ষণ বিহীন
অর্থাৎ প্রাইমারি স্কুল সহকারী শিক্ষক প্রশিক্ষণ প্রাপ্ত ও প্রশিক্ষণ বিহীন উভয়ে একই গ্ৰেড বেতন পাচ্ছেন ১৩ তম।

১৩ তম গ্ৰেডে মূল স্কেল = ১১,০০০
বাসা ভাড়া = ৬,৬০০ টাকা।এটা কেবল শহর পর্যায়ের এলাকার জন্য।
গ্ৰাম পর্যায়ে ৪,৯৫০ টাকা।
চিকিৎসা ভাতা = ১৫০০ টাকা।
টিফিন ভাতা = ২০০ টাকা।
মোট বেতন দাড়াবে শহর পর্যায়ে = ১৯,৩০০ টাকা।
গ্ৰাম পর্যায়ে ১৭,৬৫০ টাকা।

যদি একজন শিক্ষক এর দুটি সন্তান থাকেন তাহলে ১০০০ টাকা পাবেন
আর যদি একজন সন্তান থাকেন তাহলে ৫০০ টাকা পাবেন ।
অর্থাৎ মোট বেতন হবে ২০,৩০০ টাকা।প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি

এছাড়াও আরও কিছু ভাতা এবং কিছু প্রকল্প ও অস্থায়ী কিছু ডিউটির জন্য আলাদা করে টাকা পাওয়া যায়।

প্রধান শিক্ষক প্রশিক্ষণ প্রাপ্ত ও প্রশিক্ষণ বিহীন ১১ তম।
যারা সরাসরি বি,সি,এস থেকে নিয়োগ পাচ্ছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যারা পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হয়েছেন তাদের ইনক্রিমেন্ট যোগ হবে হিসেবের সাথে।

প্রধান শিক্ষক প্রাইমারি স্কুল, প্রশিক্ষণ প্রাপ্ত, প্রশিক্ষণ বিহীন, ১১ তম গ্ৰেড।
মূল বেতন ১২,৫০০ টাকা।
বাসা ভাড়া শহর পর্যায়ের ৭,৫০০ টাকা।
বাসা ভাড়া গ্ৰাম পর্যায়ে ৫,৬২০ টাকা ।
চিকিৎসা ভাতা ১৫০০ টাকা।
ভাতা ২০০ টাকা।
মোট ২১,৭০০ টাকা।
গ্ৰাম পর্যায়ে ১৯,৮২৫ টাকা।

ছেলে মেয়ে থাকলে অর্থাৎ একটি সন্তান থাকলে ৫০০ টাকা
আর দুটো সন্তান থাকলে ১০০০ টাকা।
মোট বেতন শহর পর্যায়ে ২২,৭০০ টাকা।
গ্ৰাম পর্যায়ে ২০,৮২৫ টাকা। প্রতি বছর মূল বেতনের ৫% বেতনের ইনক্রিমেন্ট হয়।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার নাম্বার বন্টন:

  • মোট নম্বর ১০০।
  • লিখিত ৮০ (এমসিকিউ পদ্ধতি) এবং মৌখিক ২০।
  • প্রতিটি প্রশ্নের মান ১।
  • প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। অর্থাৎ চারটি উত্তর ভুল হলেই কাটা যাবে ১ নম্বর।
  • লিখিত ৮০ এর মধ্যে বাংলা -২০, ইংরেজি -২০, গনিত -২০ এবং সাধারন জ্ঞান ও বিজ্ঞান -২০।
  • মৌখিক পরীক্ষার ২০ এর মধ্যে উপস্থিতি- ৫, স্মার্টনেস – ৫, এস এস সি ও এইচএসসির ফলাফলের উপর – ৫, প্রশ্নের উত্তর – ৫। 

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য যেভাবে পড়বেনঃ

  • প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এর জন্য ১০ম থেকে ৪৩ তম বিসিএসের প্রশ্ন এমনভাবে বারবার পড়বেন যেন যেকোন বিসিএস থেকে প্রশ্ন আসলে সঠিকভাবে উত্তর করা যায়।
  • বিগত সালে হয়ে যাওয়া যেমন ২০০৫ সাল থেকে ২০২২ সালের প্রাথমিক প্রশ্নগুলো ভালভাবে পড়ে ফেলুন। এখান থেকে সর্বনিম্ন ৪০% প্রশ্ন কমন পাবেন বলে আশা পোষণ করি।
  • সরকারি চাকরির যেকোন পরীক্ষায় আসা ২০০৫ থেকে ২০২২ সালের প্রশ্নগুলো বারবার রিভিশন দিন। এমনভাবে এসব প্রশ্ন পড়বেন যাতে কোনো প্রশ্ন উত্তর করতে ভুল না করেন।
  • পিএসসির ১১ জন কবি সাহিত্যিক আছে তাঁদের সাহিত্যকর্ম সবার আগে পড়ে শেষ করুন। এরপরে যুগ ভিত্তিক কবি সাহিত্যিকের কাজগুলো আত্নস্থ করুন।
  • প্রাথমিক শিক্ষক নিয়োগ এমন একটা পরীক্ষা যেখান বিগত সালের গণিত সমাধান করলে ৮০% গণিত কমন পাওয়া যায়। তাই সেগুলো ভালভাবে সমাধান করুন।
  • কারকের জন্য বিগত বছর থেকে পড়লে একটা কমন পাবেন।
  • সমাসের জন্য বিগত বছর থেকে পড়লে একটা কমন পাবেন।
  • বিগত বছরের gender, verb, right forms of verbs, parts of peach. preposition, word meaning, spelling ইত্যাদি ভালভাবে পড়ে ফেলুন।প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশনঃ

বাংলাঃ

বাংলা অংশে ব্যাকরণের ওপর বেশি জোর দিতে হবে। অষ্টম ও নবম-দশম শ্রেণির বোর্ড প্রণীত ব্যাকরণ বইয়ের সব অধ্যায় উদাহরণসহ ভালোভাবে পড়তে হবে। জানতে হবে কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম ও জীবনী সম্পর্কে। এসএসসি ও এইচএসসি বোর্ড বইয়ের লেখক পরিচিতি ও সাধারণ জ্ঞান বইয়ের সাহিত্যিক পরিচিত, বই পরিচিতি অংশ পড়লে অনেকটা সহায়ক হবে।

এক কথায় প্রকাশ/বাক্য সংকোচন
বাগধারা
কারক-বিভক্তি
সন্ধি
শুদ্ধ-অশুদ্ধ বানান
সমার্থক শব্দ
বিপরীতার্থক শব্দ
শব্দার্থ
সাধু ও চলিত রূপ
সমাস
পদ প্রকরণ
বাচ্য
বাংলা ক্রিয়ার কাল
বিরাম চিহ্ন
পরিভাষা
বিশিষ্ট অর্থবাচক শব্দ
দ্বিরুক্ত শব্দ
অব্যয়
উপসর্গ
বাংলা সাহিত্য
বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কবি-সাহিত্যিকদের রচিত গ্রন্থ
কবি-সাহিত্যিকদের বিখ্যাত উক্তি
কবি-সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি

ইংরেজিঃ

Identifying Parts of Speech
Sentence Correction
Preposition
Synonym and Antonym
One Word Substitution
Correct Spelling
Phrase and Idioms
Subject-Verb Agreement/Right form of Verbs
Tense
Voice Change
Narration
Sentences
Article
বিভিন্ন প্রকার Modifier
Singular and Plural Number
While/When hy³ sentence
Conditional Sentence
Degree
ইংরেজি সাহিত্য
William Shakespeare
ইংরেজি সাহিত্যের বিখ্যাত গ্রন্থ ও লেখকদের নাম

গণিতঃ

বীজগণিতের মান নির্ণয়
বীজগণিতের সমীকরণ
গড়
সংখ্যা
শতকরা
সুদকষা
লাভ-ক্ষতি
উৎপাদক
সময় ও দূরত্ব
অনুপাত
ভগ্নাংশ
বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়
ল.সা.গু ও গ.সা.গু
কাজ ও সময়
লোক ও খাদ্য
বয়স
নৌকা ও স্রোতের বেগ
ধারার অজানা পদ
বিভিন্ন প্রকার দশমিকের গুণ
বিভিন্ন প্রকার কোণ
বিভিন্ন প্রকার চতুর্ভুজ
বিভিন্ন প্রকার ত্রিভুজ
বৃত্ত

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি

মুক্তিযুদ্ধ
মুজিবনগর সরকার
বীরশ্রেষ্ঠ
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূ-প্রকৃতি
নদ-নদী ও নদ-নদীর উৎপত্তিস্থল
প্রাচীন বাংলার ইতিহাস
বাংলাদেশের প্রথম
জাতীয় বিষয়াবলি
ভাষা আন্দোলন
যুক্তফ্রন্ট ও ছয়দফা
মুঘল আমল
বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি
ঐতিহাসিক স্থান ও স্থাপনা
আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশ
মুক্তিযুদ্ধের বিভিন্ন গ্রন্থ ও চলচ্চিত্র
সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ ও সংশোধনী
প্রাচীন বাংলার জনপদ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাংলাদেশের ভৌগোলিক উপনাম
শেখ হাসিনার বিভিন্ন পুরস্কার
গুরুত্বপর্ণ সাম্প্রতিক

সাধারণ জ্ঞান আর্ন্তজাতিক বিষয়াবলিঃ

বিশ্বের গুরুত্বপর্ণ দেশ
জাতিসংঘ ও বিশ্বের গুরুত্বপূর্ণ সংগঠন
বিশ্বের ভৌগোলিক উপনাম
বিশ্বের বিভিন্ন প্রণালী
বিশ্বের বিখ্যাত স্থান, শহর ও দ্বীপ
বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা ও সদরদপ্তর
গুরুত্বপূর্ণ সাম্প্রতিক

সাধারণ বিজ্ঞানঃ

পদার্থের অবস্থা ও তাদের পরিবর্তন
মৌলিক পদার্থ
ধাতু ও অধাতু
চৌম্বক পদার্থ
তরঙ্গ ও শব্দ
বিভিন্ন প্রকার গ্যাস ও জ্বালানি
বায়ুমণ্ডল
গ্রিন হাউজ গ্যাস
জেনেটিক্স
মানবদেহ
খাদ্য ও ভিটামিন
পরমাণু ও পরমাণুর গঠন
বিভিন্ন প্রকার কালচার (চাষ)
বিভিন্ন প্রকার পরিমাপক যন্ত্র

কম্পিউটার ও তথ্য প্রযুক্তিঃ

কম্পিউটার সংগঠন
ইনপুট-আউটপুট ডিভাইস
মেমরি
ইন্টারনেট
মডেম
সফটওয়ার
ই-মেইল
কম্পিউটারের বৈশিষ্ট্য

ভাইবা সম্পর্কে জানতে ক্লিক করুনঃ

ভাইভা প্রস্তুতি

পরীক্ষার কেন্দ্রে করণীয়ঃ

  • প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
  • বই, উত্তরপত্র, নোট, কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোনসহ ইলেকট্রিক ঘড়ি ও কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না।
  • উত্তরপত্র পূরণ করতে হবে সতর্কতার সঙ্গে। অসাবধানতাবশত ভুল হলে উত্তরপত্র বাতিল হতে পারে। কালো কালির বলপয়েন্ট কলম দিয়ে ওএমআর উত্তরপত্র পূরণ করা ভালো। প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য একটি বৃত্তাকার ঘর ভরাট করতে হবে। একই প্রশ্নের উত্তরে একাধিক উত্তরটি বাতিল হবে ও নম্বর কাটা যাবে। কোনো প্রশ্নের উত্তর ভুল হলে তা কেটে অন্য কোনো ঘর ভরাট করা যাবে না।
  • ওএমআর শিট ভাঁজ করা যাবে না, নির্ধারিত ঘর ছাড়া উত্তরপত্রের অন্য কোথাও দাগ দেয়া যাবে না।
  • রোল নম্বর, প্রশ্নপত্রের সেট কোড, জেলা কোড, উপজেলা/থানা কোড, সেক্স কোড নম্বর অবশ্যই পূরণ করতে হবে, নইলে উত্তরপত্র বাতিল হবে।
  • ওএমআর শিটে রোল নম্বরের ঘর পূরণ করার সময় রোল নম্বরের নিচের বৃত্তাকার ঘরগুলোতে সঠিক সংখ্যা কালো কালির বলপয়েন্ট কলম দ্বারা পুরো ভরাট করতে হবে।
  • হাজিরা শিটে খাতার ক্রমিক নম্বর ও প্রশ্নের সেট নম্বর লিখে নির্ধারিত ঘরে প্রার্থীকে স্বাক্ষর করতে হবে।প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি

আরো জানতে ক্লিক করুনঃ

Primary jobs suggestion 2023

ভাইভা প্রস্তুতি

শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি A to Z

NSI Preparation A to Z 2023

SI Preparation A to Z 2023

পুলিশের এসআই রিটেন পরীক্ষার প্রস্তুতি 

সকল প্রকার চাকরির খবর জানতে ভিজিট করুন : www.chakrirbazer.com

এরকম আরো টিপস পেতে আমাদের সাইট  টি নিয়মিত ভিজিট করুন। আর হ্যাঁ অপনি যদি একজন চাকুরিপ্রার্থী হন তাহলে আমাদের ওয়েবসাইটে থাকা অন্যান্য চলমান নিয়োগ বিজ্ঞপ্তি গুলো দেখতে পারেন। আপনি চাইলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার বন্ধু-বান্ধব কাছের লোকদের সাথে শেয়ার করতে পারেন নিচে থাকার শেয়ার বাটন থেকে। ধন্যবাদ শেষ অবধি সাথে থাকার জন্য।

x