৪৬ তম বিসিএস সার্কুলার ২০২৩

৪৬ তম বিসিএস সার্কুলার ২০২৩

405837028-281160204415221-1722603030382196313-n

46-BCS-Advertisement

46th BCS circular 2023

৪৬ তম বিসিএস সার্কুলার ২০২৩ প্রকাশিত হবে আগামীকাল ৩০ নভেম্বর। বিসিএস সার্কুলার ওয়েবসাইটের নতুন আরও একটি পোস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে এই পোস্টে আমরা 46th bcs circular 2023 pdf সম্পর্কে জানাবো। ৪৬তম বিসিএস বিজ্ঞপ্তি দেখতে পারবেন আমাদের এই পোস্ট থেকে। বিসিএস সার্কুলার পিডিএফ ফাইল ডাউনলোড করা যাবে আমাদের এই পোস্ট থেকে। আপনি যদি 46 তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে  বিস্তারিত জানতে চান তবে আপনাকে এই পোস্টটি সম্পুর্ন পড়তে হবে। আমরা এখানে বিসিএস নিয়োগ সার্কুলার ২০২৩-২০২৪ সম্পর্কে জানিয়েছি।

জানা গেছে ৩০ নভেম্বর ২০২৩ তারিখেই ৪৬ তম বিসিএস সার্কুলার ২০২৩ প্রকাশ করা হবে। এই সার্কুলারে ক্যাডার ও নন–ক্যাডার পদ নির্দিষ্ট করা হয়েছে। গত ১০টি বিসিএসের মধ্যে সবচেয়ে বেশি ক্যাডার পদ রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্ম কমিশনে (পিএসসি) ৪৬তম বিসিএসের চাহিদাপত্র পাঠিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আগামীকাল প্রকাশ হতে যাচ্ছে সবথেকে বড় বিসিএস বিজ্ঞপ্তি ২০২৩।

 

জানানো হয়েছিল আগামী বছরের জানুয়ারী মাসের শুরুতেই ৪৬তম বিসিএস সার্কুলার প্রকাশ করা হবে। কিন্তু জনপ্রসাশন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানা গেছে আগামীকাল ৩০ নভেম্বর ২০২৩ তারিখে 46th bcs circular প্রকাশ হবে। এবং ৪৬তম বিসিএস সার্কুলারে প্রার্থীরা বয়সেও ছাড় পাবেন। প্রার্থীরা আবেদনের ক্ষেত্রে ২ মাসের ছাড় পাবেন বলে জানা গেছে। জানুয়ারিতে বিসিএস সার্কুলার প্রকাশ করা হলেও বয়স ধরা হবে নভেম্বর থেকে ফলে প্রার্থীরা নভেম্বর ও ডিসেম্বর ২ মাস বয়স এ ছাড় পাচ্ছে। জানুয়ারিতে সার্কুলার প্রকাশ হলেও কোন প্রার্থীর বয়স নভেম্বরে শেষ হলেও সেই প্রার্থীরা ৪৬তম বিসিএস পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

 

খবর নিয়ে জানা গেছে, ৩ হাজার ১০০ পদ ক্যাডার পদ ও ৩০০টি নন–ক্যাডার পদ নির্দিষ্ট করে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ক্যাডারে ও নন–ক্যাডারে এ পদ মানেই চূড়ান্ত নয়, এটি সরকার বাড়াতে পারে। ৪৬তম বিসিএসে আবেদনের বয়স গণনা হবে ১ নভেম্বর থেকে।

 

সরকারি কর্মকমিশনের প্রতি বছরের নভেম্বরে বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতা থাকলেও জানা গেছে এবার থেকে প্রতি বছরের শুরুতে জানুয়ারিতেই বিসিএস সার্কুলার প্রকাশ করবে। এবং একই বছরে বিসিএস পরীক্ষা সম্পন্ন করবে । একই বছরেই প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পিএসসির একটি নির্ভরযোগ্য সূত্র।

আরো জানতে ক্লিক করুনঃ

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ২০২৩

শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি A to Z

বিসিএস(BCS)পরীক্ষা

ভাইভা প্রস্তুতি

 

এরকম আরো টিপস পেতে আমাদের সাইট টি নিয়মিত ভিজিট করুন। আর হ্যাঁ অপনি যদি একজন চাকুরিপ্রার্থী হন তাহলে আমাদের ওয়েবসাইটে থাকা অন্যান্য চলমান নিয়োগ বিজ্ঞপ্তি গুলো দেখতে পারেন। আপনি চাইলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার বন্ধু-বান্ধব কাছের লোকদের সাথে শেয়ার করতে পারেন, নিচে শেয়ার বাটন থাকে। আর যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে ইচ্ছুক তারা  কর্তৃপক্ষের নির্দেশনা মেনে খুব শীঘ্রই আবেদন করুন। ধন্যবাদ শেষ অবধি সাথে থাকার জন্য।

x