NSI Preparation A to Z 2023

NSI Preparation A to Z 2023

NSI (National Security Intelligence)/জাতীয় নিরাপত্তা গোয়েন্দাঃ

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (National Security Intelligence) সাধারণত এনএসআই (NSI) নামে পরিচিত। এনএসআই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর প্রধান গোয়েন্দা সংস্থা।এর প্রধান কার্যালয় সেগুনবাগিচা, ঢাকা-তে অবস্থিত। ১৯৭২ সালের ২৯শে ডিসেম্বর কেবিনেট মিটিং-এ একটি রেজুলেশনের মাধ্যমে ‘জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা’ প্রতিষ্ঠা করা হয়। MENs এটি মূলত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরাসরি কর্তৃত্বে পরিচালিত হয়। এটি স্বাধীন বেসামরিক গোয়েন্দা এজেন্সি।বাংলাদেশের সবচেয়ে বড়, সর্বেোচ্চ এবং একমাত্র স্বাধীণ গোয়েন্দা সংস্থা হিসেবে দেশের নিরাপত্তা নিশ্চিত করণে এ সংস্থার প্রধান কাজ হলো দেশি-বিদেশী বিভিন্ন সংস্থা, বিদেশী গোয়েন্দা সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান, গোষ্ঠি, পলিটিকাল পার্টি ,ধর্মীয়, সামাজিক এবং আর্থিক প্রতিষ্ঠান/গোষ্ঠি এবং সন্ত্রাসী সংগঠন সম্পর্কে তথ্য সংগ্রহ পূর্বক গোয়েন্দা প্রতিবেদন তৈরি এবং সরকারকে বিভিন্ন বিষয়ে উপদেশ প্রদান ও দেশের জন্য পতি-গোয়েন্দা(Counter-Intelligence against foreign Intelligence Agencies) কার্যক্রম গ্রহণ করা।NSI Preparation A to Z 2023

NSI Preparation A to Z 2023

এনএসআই প্রিলির মানবন্টন:

ক্রমিক- বিষয়- নম্বর
০১। বাংলা – ১০
০২। ইংরেজি – ১০
০৩। অংক – ১৫
০৪। বাংলাদেশ বিষয়াবলী – ২০
০৫।  আন্তর্জাতিক বিষয়াবলী – ১৫
০৬। দৈনন্দিন বিজ্ঞান – ১০
০৭। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি – ১০
০৮। দ্ধিমত্তা যাচাই অভীক্ষা – ১০
০৯। মোট নম্বর – ১০০

এনএসআই লিখিত পরীক্ষার মানবন্টন:

ক্রমিক- বিষয়- নম্বর
০১। ম্যাথ ২ টা ১৬ নম্বর
০২। বাংলা গল্প ১০ নম্বর
০৩। টীকা (বাংলা ও ইংলিশ) ১০ নম্বর
০৪। গোয়েন্দা সংস্থার নাম ১০ নম্বর
০৫। প্রধানমন্ত্রীর নেদারল্যান্ড সফর নিয়ে চুক্তি (ইংলিশ) ৬ নম্বর
০৬। জঙ্গিবাদ দমনে সরকারের সফলতা ও কি কি পদক্ষেপ নেওয়া উচিত (বাংলাদেশ) ১০ নম্বর
০৭। রোহিঙ্গ সমস্যা ১০ নম্বর
০৮। সুচির প্রেসিডেন্ট না হওয়ার কারন (ইংলিশ) ৪ নম্বর
০৯। মিয়ানমারের নির্বাচন ৪ নম্বর
১০। সাইবার ক্রাইম (ইংলিশ) ১০ নম্বর
১১। ভিআইপির নিরাপত্তা নিশ্চিত করতে এন এস আই-এর পরিচালকের ভূমিকা ১০ নম্বর

NSI ভাইভা:

এনএসআই এর ভাইভা অন্যান্য পরীক্ষার ভাইভা থেকে কিছুটা পৃথক হয়ে থাকে। এখানে মুলত একজন চাকরি প্রত্যাশীর ভিতরের শক্তিমত্তা, প্রখরতা ও প্রজ্ঞার দিকটা যাচাই করা হয়। তাই নিজেকে সেভাবেই মানসিক ভাবে প্রসতুত করে ভাইভা বোর্ড ফেস করা উচিৎ। ভাইভা বোর্ডে যাবার আগে নিজেকে পরিপাটি করে তারপর যাওয়া উচিৎ। ভাইভা বোর্ডে আপনার শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে নিতে হবে। চাকরির আবেদনের সময় এসব কাগজপত্র দিতে হয়, তাই এসব কাগজপত্র নিয়োগদাতাদের কাছে থাকলেও এসব সঙ্গে করে নিতে হবে। ভাইভা বোর্ডের সদস্যরা যেকোনো সময় এসব চেয়ে বসতে পারেন। এ ছাড়া সঙ্গে জীবনবৃত্তান্ত ও ছবিও রাখুন। আর একটি কলমও সঙ্গে রাখা দরকার। তবে একটি বিষয় সচেতন থাকা জরুরি, হাতের কাগজপত্র নির্দেশনা ব্যাতীত টেবিলের ওপর কোন ক্রমেই রাখা যাবে না।

NSI পুলিশ ভেরিফিকেশন প্রস্ততিঃ

চাকরি হওয়ার পরের ধাপ হল ভেরিফিকেশন । এই ধাপটি পার করতে পারলেই আপনার চাকরি নিশ্চিত। কিন্তু আগের রেকর্ড থেকে যেটা দেখা যায় সেটা হল ভেরিফিকেশনে কিছু লোকের চাকরি আটকে যায় মানে রিপোর্ট নেগেটিভ আসে সেটা প্রায় ১০% এর কাছাকাছি (328) এর অভিজ্ঞতা থেকে। প্রথম বার রিপোর্ট নেগেটিভ আসলে ২য় বার ভেরিফিকেশন করা হয়। তখন বেশিরভাগে ই পজেটিভ রিপোর্ট আসে কিন্তু তার পরও কিছু সংখক এর রিপোর্ট খারাপ ই থেকে যায় এবং গেজেট হয় না মানে চাকরি হয় না। ২য় বার যাদের ভেরিফিকেশন হয় তাদের জয়েন ও অনেক দেরি হয়।

NSI Official Website: https://nsi.habiganj.gov.bd/en 

সকল প্রকার চাকরির খবর জানতে ক্লিক করুন : 

http://www.chakrirbazer.com 

আরো জানতে ক্লিক করুনঃ

Primary jobs suggestion 2023

Primary Teacher Exam Date 2023 

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক মডেল টেস্ট

৪৬ তম বিসিএস সার্কুলার ২০২৩

46th BCS circular 2023

ভাইভা প্রস্তুতি

এস আই নিয়োগ পদ্ধতী A to Z

পল্লী সঞ্চয় ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

৭০৭ পদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বিআরটিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

পুলিশের এসআই রিটেন পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

এরকম আরো টিপস পেতে আমাদের সাইট টি নিয়মিত ভিজিট করুন। আর হ্যাঁ যদি একজন চাকুরিপ্রার্থী হন তাহলে আমাদের ওয়েবসাইটে থাকা অন্যান্য চলমান নিয়োগ বিজ্ঞপ্তি গুলো দেখতে পারেন। আপনি চাইলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার বন্ধু-বান্ধব কাছের লোকদের সাথে শেয়ার করতে পারেন নিচে থাকার শেয়ার বাটন থাকে। আর যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে ইচ্ছুক তারা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে খুব শীঘ্রই আবেদন করুন। ধন্যবাদ শেষ অবধি সাথে থাকার জন্য।

x