ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চাকরিগুলো সকল চাকরি প্রত্যাশীদের কাছে অনেক আকর্ষনীয়। একটু গুছিয়ে প্রস্তুতি নিতে পারলে আপনি ৩০১৭ পদের মধ্যে যেকোনো পদে নিয়োগ পেতে পারেন। এই লেখাটি সম্পূর্ণ পড়লে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কিভাবে শুরু করবেন, পরীক্ষার ধরন, সিলেবাস ও মানবণ্টন, এসব বিষয়সহ বিস্তারিত সকল খুঁটিনাটি জানতে পারবেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ধরন:
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২৩ অনুযায়ী এই অধিদপ্তরের সরাসরি নিয়োগের পরীক্ষাগুলো সাধারণত ৩ টি ধাপে হয়ে থাকে। যথাঃ
- লিখিত পরীক্ষা
- মৌখিক পরীক্ষা
- এবং ব্যবহারিক পরীক্ষা
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ অধিদপ্তরে কর্মচারি নিয়োগ বিধিমালা ২০২৩ অনুযায়ী সকল পদের নিয়োগ পরীক্ষার জন্যই চাকরি প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। তবে বিশেষ কিছু টেকনিক্যাল পদের জন্য প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষা:
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২৩ এর তফসিল ২, তফসিল ৩, তফসিল ৪ এবং তফসিল এবং তফসিল ৬ এ বর্ণিত তথ্য অনুযায়ী নিম্নে উল্লেখিত পদে সরাসরি নিয়োগের জন্য প্রার্থীদের শুধুমাত্র লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পদগুলো হল –
কানুনগো/উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার, সহকারী জরিপ অফিসার, সাব-সার্ভেয়ার, কম্পিউটার, জিংক কারেক্টর, বাউন্ডারি আমিন, সহকারী রেকর্ড কিপার, লাইব্রেরিয়ান, স্টোর কিপার, ডেসপাচার, বুক বাইন্ডার, গ্রেইনার, অফিস সহায়ক এবং ম্যাপ কাউন্টার।
উল্লেখ্য যে উপরে বর্ণিত পদ সমূহে লিখিত এবং মৌখিক পরীক্ষায় পৃথকভাবে পাশ করতে হবে। এবং মৌখিক পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর পেয়ে পাশ করতে হবে।
ব্যবহারিক পরীক্ষা:
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২৩ এর তফসিল ৫-এ বর্ণিত নিম্নে উল্লেখিত টেকনিক্যাল পদসমূহের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে লিখিত ও মৌখিক পরীক্ষার পাশাপাশি ব্যবহারিক পরীক্ষায়ও অংশগ্রহণ করতে হবে। পদগুলো হল –
হিসাব সহকারী, ড্রাফটসম্যান, ক্যামেরাম্যান, প্রিন্টার, ফটোম্যান, এবং মেকানিক।
উল্লেখ্য, এই ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীকে স্বতন্ত্রভাবে উত্তীর্ণ হতে হবে এবং মৌখিক পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর পেয়ে পৃথকভাবে পাশ করতে হবে।
পরীক্ষার সিলেবাস ও মানবন্টন:
কানুনগো/উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার :
কানুনগো/উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার পদের নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষায় বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, গণিতে ২০ নম্বর, সাধারণ জ্ঞান ও পদ সংশ্লিষ্ট বিষয়ে ৩০ নম্বর সহ সর্বমোট ৯০ নম্বর থাকে। মৌখিক পরীক্ষায় ১০ নম্বর সহ উক্ত পদ সমূহের নিয়োগ পরীক্ষার জন্য সর্বমোট নম্বর ১০০।
উল্লেখ্য যে উক্ত পদের লিখিত পরীক্ষার জন্য সময় থাকে ৯০ মিনিট।
সহকারী জরিপ অফিসার:
সহকারী জরিপ অফিসার পদের নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষায় বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, গণিতে ১৫ নম্বর, সাধারণ জ্ঞানে ১৫ নম্বর, এবং বিষয়ভিত্তিক ২০ নম্বর সহ সর্বমোট ৯০ নম্বর থাকে। মৌখিক পরীক্ষায় ১০ নম্বর সহ উক্ত পদের নিয়োগ পরীক্ষার জন্য সর্বমোট নম্বর ১০০।
উল্লেখ্য, উক্ত পদের লিখিত পরীক্ষার জন্য সময় থাকে ৯০ মিনিট।
সাব-সার্ভেয়ার, কম্পিউটার, জিংক কারেক্টর, বাউন্ডারি আমিন, সহকারী রেকর্ড কিপার, লাইব্রেরিয়ান, স্টোর কিপার, ডেসপাচার:
সাব-সার্ভেয়ার, কম্পিউটার, জিংক কারেক্টর, বাউন্ডারি আমিন, সহকারী রেকর্ড কিপার, লাইব্রেরিয়ান, স্টোর কিপার, ডেসপাচার পদের লিখিত পরীক্ষায় বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, গণিত ও পদ সংশ্লিষ্ট বিষয়ে ৩০ নম্বর, সাধারণ জ্ঞানে ২০ নম্বর সহ সর্বমোট ৯০ নম্বর থাকে। মৌখিক পরীক্ষায় ১০ নম্বর সহ উক্ত পদ সমূহের নিয়োগ পরীক্ষার জন্য সর্বমোট নম্বর ১০০।
উল্লেখ্য, উক্ত পদ সমূহের লিখিত পরীক্ষার জন্য সময় থাকে ৯০ মিনিট।
হিসাব সহকারী, ড্রাফটসম্যান, ক্যামেরাম্যান, প্রিন্টার, ফটোম্যান, এবং মেকানিক:
হিসাব সহকারী, ড্রাফটসম্যান, ক্যামেরাম্যান, প্রিন্টার, ফটোম্যান, এবং মেকানিক পদের নিয়োগ পরীক্ষায় বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, গণিত ও পদ সংশ্লিষ্ট বিষয়ে ৩০ নম্বর, সাধারণ জ্ঞানে ২০ নম্বর সহ সর্বমোট ৯০ নম্বর থাকে। মৌখিক পরীক্ষায় ১০ নম্বর সহ উক্ত পদ সমূহের নিয়োগ পরীক্ষার জন্য সর্বমোট নম্বর ১০০।
উল্লেখ্য, উক্ত পদ সমূহের লিখিত পরীক্ষার জন্য সময় থাকে ৯০ মিনিট। এবং এই পদগুলোর জন্য প্রার্থীকে ব্যবহারিক পরীক্ষায় স্বতন্ত্রভাবে উত্তীর্ণ হতে হয়।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার বিষয়ভিত্তিক প্রস্তুতি:
যেহেতু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষাগুলোর প্রশ্নের ধরন এক কোথায় প্রকাশ টাইপ এমসিকিউ এবং লিখিত এই দুই ধরনের প্রশ্নের সমন্বয়ে হয়ে থাকে। সেহেতু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে পরীক্ষার্থীকে ২ ধরনের প্রশ্নের জন্যই প্রস্তুতি নিতে হবে।
বিগত সালের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের লিখিত পরীক্ষার প্রশ্ন এবং সিলেবাস পর্যালোচনা করলে দেখা যায় যে, লিখিত পরীক্ষায় ভালো করতে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও পদ সংশ্লিষ্ট বিষয়গুলোতে ভালো করতে হয়।
বিষয়ভিত্তিক প্রস্তুতি নিতে এই বিষয় গুলোর মধ্যে কোন টপিক গুলো গুরুত্ব সহকারে পড়তে হবে তা জানা খুব জরুরী। আসুন দেখে নেওয়া যাক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের লিখিত পরীক্ষায় ভালো করতে কোন বিষয়ের কোন টপিক গুলো অধিক গুরুত্ব সহকারে পড়তে হবে।
বাংলা প্রস্তুতি:
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে, বাংলা অংশের ব্যাকরণ থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন এই নিয়োগ পরীক্ষাগুলোতে এসে থাকে। তাই বাংলা অংশে ভালো করার জন্য বাংলা ব্যকরণ অংশে জোর দেওয়ার কোন বিকল্প নেই।
বাংলা ব্যাকরণ অংশে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, সন্ধি বিচ্ছেদ, কারক, সমাস, বাগধারা, এক কথায় প্রকাশ, রূপতত্ব, বাক্য শুদ্ধিকরণ, বাক্য রচনা – এই বিষয়গুলোতে বিশেষ প্রস্তুতি নিলে বাংলা ব্যাকরণ অংশে ভালো করা যায়।
ইংরেজি প্রস্তুতি:
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষায় আসা বিগত সালের প্রশ্নগুলো পর্যালোচনা করলে ইংরেজির গ্রামার অংশ থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায়। পাশাপাশি ইংরেজি লিখিত অংশ থেকেও এই নিয়োগ পরীক্ষায় প্রশ্ন আসে।
তাই ইংরেজি অংশে ভালো করার জন্য ইংরেজি গ্রামার অংশ এবং লিখিত অংশে জোর দেওয়ার কোন বিকল্প নেই।
ইংরেজি গ্রামার অংশের Right form of Verb, Number, Gender, Transformation of sentence, Voice, Narration, Synonym & Antonym, Preposition, Make sentences, Fill in the blanks with suitable word, Word meaning, Spelling Correction – এই টপিক গুলোর উপর ভালো ভাবে প্রস্তুতি নিলে ইংরেজি গ্রামার অংশে ভালো করা সম্ভব।
গণিত প্রস্তুতি:
বিগত সালে অনুষ্ঠিত হওয়া ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার প্রশ্নগুলো পর্যালোচনা করলে দেখা যায় গণিত অংশের নির্দিষ্ট কিছু টপিকের উপর ভালো ভাবে প্রস্তুতি নিলে এই পরীক্ষায় ভালো ফলাফল করা যায়।
বিগত সালে বহুলবার পরীক্ষায় আসা গণিত অংশের টপিক গুলো হল –
পাটিগণিত: বাস্তব সংখ্যা, ল.সা.গু, গ.সা.গু, বর্গমূল, শতকরা, লাভ ক্ষতি, সুদ-কষা, অনুপাত ও সমানুপাত, বয়স সংক্রান্ত, ঐকিক নিয়ম,
বীজগণিত: – উৎপাদক, মান নির্ণয়
জ্যামিতি: পরিমিতি ও জ্যামিতি।
সধারন জ্ঞান প্রস্তুতি:
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিগত সালে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে সাধারণ জ্ঞাণ অংশের নির্দৃষ্ট কিছু টপিক থেকে বার বার প্রশ্ন আসে। এই টপিক গুলোতে ভালো ভাবে প্রস্তুতি নিলে সাধারণ জ্ঞান অংশে ভালো ফলাফল করা যায়।
সাধারণ জ্ঞান অংশ থেকে বহুল বার পরীক্ষায় আসা টপিক গুলো হচ্ছে –
বাংলাদেশের ভূপ্রকৃতি, ভৌগোলিক অবস্থান, আয়তন, সীমানা, নদ-নদী; ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও কর্ম, বাংলাদেশের অর্থনীতি, তথ্য ও প্রযুক্তির সাধারণ বিষয়সমূহ, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংস্থা, দেশ ও মহাদেশ পরিচিতি, পুরস্কার ও খেলাধুলা, সাম্প্রতিক গুরত্বপূর্ণ বিষয়সমূহ।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে যে বইগুলো অবশ্যই পড়তে হবেঃ
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে আপনাকে নিয়োগ পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে জানতে হবে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিগত সালের লিখিত পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসি করলে দেখা যায় যে, এই পরীক্ষার প্রশ্নগুলো ১১তম থেকে ২০তম গ্রেডের প্রশ্নের প্যাটার্নে হয়ে থাকে।
বাজারের প্রচলিত যেকোন নির্ভরযোগ্য ভালোমানের ১১তম-২০তম গ্রেডের নিয়োগ গাইড এবং ১১তম-২০তম গ্রেডের লিখিত পরীক্ষার জব সল্যুশন অনুসরণ করলে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের লিখিত পরীক্ষার প্রশ্ন সম্পর্কে একটা ভালো ধারনা পাওয়া যায়।
বিষয়ভিত্তিক গণিত প্রস্তুতিত জন্য ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সাধারণ গণিত বই থেকে গণিত পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন। এবং বাংলা ব্যকরণের জন্য ৯ম-১০ম শ্রেণির ব্যকরণ বই থেকে প্রস্তুতি সম্পন্ন করতে পারেন।
সকল প্রকার চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে ক্লিক করুন: সকল প্রকার চাকরির বিজ্ঞপ্তি এবং প্রস্তুতি
আরো জানতে ক্লিক করুনঃ
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
৩০১৭ পদে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (dlrs) নিয়োগ বিজ্ঞপ্তি
যুব উন্নয়ন অধিদপ্তর (dyd) পরীক্ষার ফলাফল
খাদ্য মন্ত্রণালয়ের পরীক্ষার ফলাফল
Combined 10 Bank Officer MCQ Result 2024-সমন্বিত ১০ ব্যাংক অফিসার (সাধারণ) পরীক্ষার ফলাফল ২০২৪
কারিগরি শিক্ষা অধিদপ্তর (dtev) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
Non Cadre Job Circular 2024-নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ BBS Job Circular 2024
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-Air Force Job Circular 2024
শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস ২০২৪
শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি A to Z
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি এরকম আরো টিপস পেতে আমাদের সাইট টি নিয়মিত ভিজিট করুন। আর হ্যাঁ অপনি যদি একজন চাকুরিপ্রার্থী হন তাহলে আমাদের ওয়েবসাইটে থাকা অন্যান্য চলমান নিয়োগ বিজ্ঞপ্তি গুলো দেখতে পারেন। আপনি চাইলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার বন্ধু-বান্ধবীর কাছের লোকদের সাথে শেয়ার করতে পারেন, নিচে শেয়ার বাটন থাকে। আর যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে ইচ্ছুক তারা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে খুব শীঘ্রই আবেদন করুন। ধন্যবাদ শেষ অবধি সাথে থাকার জন্য