BPSC Result 2024
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় (bpsc) এর সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ। নির্বাচিতঃ ২১৫ জন BPSC Result 2024
সাঁট মুদ্রাক্ষরিক সাধারণত নিম্নস্তরের কর্মকর্তাদের সহযোগীর ভূমিকা পালন করেন। তাদের dictation সাংকেতিক চিহ্ন দ্বারা লিখে রাখেন এবং সাধারণ ভাষায় রূপান্তরিত করে টাইপ করেন।BPSC Result 2024
সাঁট-লিপিকার একই দায়িত্ব পালন করেন। তারা সাধারণত উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সংযুক্ত থাকেন। সাঁটলিপি ছাড়াও ভিজিটরদের attend করা, কর্মকর্তার অ্যাপার্টমেন্ট করা, অন্যদের সাথে টেলিফোনে সংযোগ প্রদান করা তার বাড়তি দায়িত্ব। মোটামুটি ব্যক্তিগত সহকারীর ভূমিকা তার উপর অর্পণ করা হয়।BPSC Result 2024
সাটলিপিকার হচ্ছে, বক্তব্যকে সাটলিপি দিয়া লিখতে হবে। আর সাট মুদ্রাক্ষরিক হচ্ছে সাটলিপিতে লেখা বক্তব্যকে সাধারন ভাষা যেমন বাংলা বা ইংলিশে রুপান্তর করে লেখা।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর বাংলা সমাধানঃ
২। অর্থসহ বাক্য রচনাঃ
ক) কাপুড়ে বাবু– ভণ্ড (আজকাল কাপুড়ে বাবুর সাথে সম্পর্ক রাখা অনেক মুশকিল, কারণ তারা কথা দিয়ে কথা রাখেনা)
খ) কাকনিদ্রা– অগভীর নিদ্রা (কাক নিদ্রার মত ঘুমিয়ে শরীরের বেহাল দশা হয়েছে।)
গ) আকাশ কুসুম– অবাস্তব কল্পনা (এতো আকাশ কুসুম ভাবলে কোন আশাই পূরণ হবেনা।)
ঘ) আদায় কাঁচকলায়– ভীষণ শত্রুতা (রহিমের সাথে আমার আদায় কাঁচকলায় থাকার কারণে ফাইল অনুমোদন করছেনা।)
ঙ) আটকপালে– হতভাগ্য (আমার মত আটকপালে একটিও নেই যে আজ পর্যন্ত একটাও সরকারি চাকরি পেলাম না।)
সাধারণ গণিত
১০। একটি টেবিল ১০% ক্ষতিতে বিক্রি করা হল, বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ৫% লাভ হত, টেবিলটির ক্রয়মূল্য কত?
১১। উৎপাদকে বিশ্লেষণ করুনঃ
ক) 4x^4+1 খ) 4x^2+5x+6
১২। একটি সমদ্বিবাহু ত্রিভূজের একটি কোণের মান ১২০ ডিগ্রি হলে অপর যে কোন একটি কোণের মান কত?
সকল প্রকার চাকরির খবর জানতে ক্লিক করুন : www.chakrirbazer.com
For PDF Result visit: https://bpsc.gov.bd
আরো জানতে ক্লিক করুনঃ
শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস ২০২৪
শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি A to Z
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (bpsc) নিয়োগ বিজ্ঞপ্তি
এরকম আরো টিপস পেতে আমাদের সাইট টি নিয়মিত ভিজিট করুন। আর হ্যাঁ অপনি যদি একজন চাকুরিপ্রার্থী হন তাহলে আমাদের ওয়েবসাইটে থাকা অন্যান্য চলমান নিয়োগ বিজ্ঞপ্তি গুলো দেখতে পারেন। আপনি চাইলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার বন্ধু-বান্ধবীর কাছের লোকদের সাথে শেয়ার করতে পারেন, নিচে শেয়ার বাটন থাকে। আর যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে ইচ্ছুক তারা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে খুব শীঘ্রই আবেদন করুন। ধন্যবাদ শেষ অবধি সাথে থাকার জন্য।