Breaking News

চরম বৈষম্যের শিকার বাংলাদেশের সকল অডিটর || All auditors in Bangladesh are victims of extreme discrimination

চরম বৈষম্যের শিকার বাংলাদেশের সকল অডিটর || All auditors in Bangladesh are victims of extreme discrimination

বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ( সিএজি ) হল দেশের সর্বোচ্চ অডিট ইনস্টিটিউশন ।  এই ইনস্টিটিউটটি প্রজাতন্ত্রের হিসাব রক্ষণ করার জন্যে দায়বদ্ধ এবং সরকার কর্তৃক অর্থায়নে সংস্থাগুলো ও কর্তৃপক্ষের সমেত বাংলাদেশ সরকারের সমস্ত প্রাপ্তি এবং ব্যয়ের নিরীক্ষণ করে থাকে। প্রজাতন্ত্রের সঠিক হিসাব রক্ষণের প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সকল প্রকার নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করণ সহ আইবাস প্লাস প্লাস অইডির মাধ্যমে বিল আকারে উপস্থাপন করেন একজন সম্মানিত অডিটর। এক কথায় বলা যায় অডিট ডিপার্টমেন্টের প্রাণ হলেন একজন অডিটর। অডিটর পদটি এতটা গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও বছরের পর বছর চরম বেতন বৈষম্যের শিকার বাংলাদেশের সকল অডিটরগণ

 

Auditor-2

 

সকল প্রকার বেতন বৈষম্য দূরীকরণের লক্ষে অডিটরগণ বাংলাদেশ হাইকোর্টের দারস্থ হন। ২০১৮ সালে হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে ৬২ জনকে দশম গ্রেড দেওয়া হয়েছিল।কিন্তু দুঃখের বিষয় একই পদবি নিয়ে অন্য অডিটররা ১১তম গ্রেডে বেতন পাচ্ছে,যা চরম বৈষম্য। বাংলাদেশ তথা পৃথিবীর ইতিহাসে এরকম বৈষম্য আছে কিনা তা সবারই জানা দরকার।এক পদে দুই গ্রেড।এরকম বেতন বৈষম্যের বিরুদ্ধে আবারও জেগে উঠেছে সারাদেশের অডিটরগণ । অত্যন্ত সুশৃঙ্খল ভাবে অডিটর রা তাদের দাবি দাওয়া পেশ করে এসেছে।সর্বশেষ আইন মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছে অডিটর দের ১১ থেকে ১০ গ্রেড এ উন্নিত করতে আর কোন আইনি বাধা আছে কিনা।আইন উপদেষ্টা জনাব অসিফ নজরুল আইনি কোন বাধা নেই মর্মে সাইন করে ফাইল অর্থ মন্ত্রণালয়ে ফরওয়ার্ড করেছেন। তারপরও জিও জারি নিয়ে বিভিন্ন তালবাহানা হচ্ছে,10ফলে অডিটরগণ তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল থেকে সারাদেশে কলমবিরতি সহ জিও জারী না হওয়া পর্যন্ত তারা কমপ্লিট সাটডাউন এর ঘোষণা করেছেন।

 

Auditor-3

 

সম্মানিত অডিটরগণের বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা মতামত এবং বিভিন্ন অফিস আদেশ নিন্মে তুলে ধরা হলো:

(১)

ইতিহাসে কোন সৈরশাসক কখনোই অধিকার আদায়ের পথ সুগম করেনি।হাসিনা সরকার দেশের অভন্তরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যে শাসকের বীজ বপন করে গেছে তা মূলসহ উৎখাত করার সময় এসে গেছে। দেশের রন্ধে রন্ধে কালো মুখোশের আড়ালে তারা নিজেকে লুকিয়ে অন্যদের ক্ষতি করে যাচ্ছে। কোন অদৃশ্য শক্তির বলে তারা আইনের অবমাননা করে সেইটাও দেখার সময় এসে গেছে।আর কোন ছাড় দেওয়া হবেনা, বিসিএস ক্যাডারবিহীন একটা ডিপার্টমেন্টে যে চলতে পারে সেইটাও তাদেরকে অবগত করে দিতে হবে। আমরা অডিটর সম্প্রদায় কারো মুখাপেক্ষী না বরং তারাই আমাদের মুখাপেক্ষী।আমরা তাদেরকে সম্মান করি তাই বলে এই না যে আমাদের পেটে লাথি দিলে আমরা তাদের পা ভেংগে দেওয়ার যোগ্যতা রাখিনা। তাদের সম্মান তারা রাখতে না জানলে তাদেরকে দুমড়ে মুচড়ে ফেলার জন্য আমাদের বিন্দুমাত্র মন খারাপের কারণ হবেনা।

“দেশটা কারো বাপের না,অডিটর কারো দয়ায় চলবেনা”

যতোক্ষণ অব্দি কঠোর অবস্থানে না যাওয়া হবে আমাদের দাবীও তারা মানবেনা। সৈরশাসকের দোশররা এখনো প্রতিটা ডিপার্টমেন্টের কোনায় কোনায় দাঁড়িয়ে আছে। কোন অফিসার কি ভাবলো আর কার পোস্টিং দূরে দিলো বা কার চাকরি খেয়ে নিলো এই ভয় যতোদিন আমরা মনের মধ্যে পুষে রাখবো ততোদিন আমাদের স্বাধীনতা লাভের উপকারিতা উপভোগ করতে পারবোনা।যারা আমাদের চাকরি খেয়ে নেওয়ার ভয় দেখিয়ে বা আমাদের দমিয়ে রেখে যা কিছু করতে চায় তারা হাসিনার দোশর আর এই বাংলায় তাদের কোন স্থান হতে পারেনা। তারা হাসিনার কাছে চলে যাক। অচিরেই সকল অডিটর সম্প্রদায় থেকে শুরু করে অডিট এন্ড একাউন্টস ডিপার্টমেন্টের সকল নন ক্যাডারদের মনের মধ্যে ইউরেনিয়াম বিস্ফোরণের ফলে ক্যাডার সম্প্রদায়ের মৃত্যু ঘটতে যাচ্ছে তা শুধুমাত্র সময়ের অপেক্ষা।

আর নয় কাল ক্ষেপণ এভার হোক বাস্তবায়ন। এই স্লোগানকে সামনে রেখে আমাদের পরবর্তী পদক্ষেপ কম্পিলিট শাডডাউন চলমান থাকবে। কোন অফিসের কোন অডিটর যেন তাদের কলমের মাধ্যমে কাজ চলমান না রাখে। অফিস প্রধান বা অন্য কারো দেখানো ভয়ে কেউ ভয় পাবেন না। আপনারা ভয় পেলে এই যাত্রায় আমরা হেরে যাবো। আগামীকাল থেকে আমাদের কর্মসূচি বাস্তবায়নের পথে বাধা সৃষ্টিকারী সকল প্রকার অদৃশ্য শক্তির কালো হাত ভেংগে দিতে আমরা প্রস্তুত থাকবো।

ain1

ain

(২)

অডিটর পদটিকে ১০ম গ্রেড করার যে যৌক্তিক আন্দোলন তারই প্রেক্ষিতে আমরা আজকে সিএজি কার্যালয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছি। সেটাকে একদল কুচক্রীমহল ভিন্নভাবে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন”র ব্যানারে পোস্ট করেছিল। এই নিউজটি সত্যিই আমাদের জন্য অনেক কষ্টদায়ক ছিলো। নিজেরা বৈষম্যবিরোধী আন্দোলন করতে গিয়ে দেখছি আমাদেরকেই একদল কালোহাত নেগেটিভলি আপনাদের সামনে উপস্থাপন করার পায়তারা করছে—

আমাদের গ্রাউন্ড এবং দাবি দাওয়ার যৌক্তিকতা বাংলাদেশের জনগনের কাছে তুলে ধরলে আমি নিশ্চিত সকলেই আরেকটি বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের সাথে নেমে যাবেন। আমরা সরকারি কর্মচারী, তাই সংবিধান মেনে আমাদের সবকিছু করতে হয়। আমরা কোনো আনসারলীগ নই, রিক্সালীগ নই, আমরা ৯০%ই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ও পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করে এই অডিটর পদে যোগদান করেছি। আবার কেউ কেউ বিসিএস এর মতো প্রতিযোগীতাপূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নন ক্যাডারে যোগদান করেছি। আমরা এই ডিপার্টমেন্টে যোগদান করার পর থেকে দেখে আসছি ক্যাডারগণ কিভাবে নন ক্যাডারদের দাস বানিয়ে রাখছে, যখনই আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার হয়েছি তখনই আমাদেরকে বদলি করে, চাকরিচ্যুত করে, ভয়ভীতি প্রদর্শন করে দমিয়ে রেখেছে। আজ বাংলাদেশব্যাপী যে বৈষম্যবিরোধী আন্দোলনের ঢেউ চলছে, তারই ধারাবাহিকতায় আমরাও সুর তুলেছি আমাদের অধিকার বাস্তবায়ন করতে। আমাদের আন্দোলন কোনো টাকা পয়সা, বেতন-ভাতা বৃদ্ধি সংক্রান্ত নয়। আমাদের অধিকারের পিছনে মহামান্য আদালতের রায় আছে ২০১৩ সালের, আছে তিনটি কন্টেম্পট পিটিশন এর রায়, এবং মাননীয় আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যার আমাদের বিষয়টি বিশ্লেষণ করে পজিটিভ মতামত দিয়েছেন। তারপরও আওয়ামী প্রেতাত্মার ক্যাডারগন তাদের নিজেদের স্বার্থে আমাদের আপগ্রেড দিচ্ছে না। তারা আমাদের ওপরে উঠার ব্যপারটা প্রতিহিংসার কারনে মেনে নিতে পারছেনা। অথচ একজন নন ক্যাডারের প্রবেশপথ থেকে শুরু করে পদোন্নতির সবগুলো রাস্তায়ই ক্যাডারদের থেকে আলাদা।
তারা আমাদেরকে Rules of Business দেখায় আর বলে আমাদেরকে ১০ম গ্রেড দিলে এবং সুপারকে ৯ম ও একাউন্টস অফিসারদের ৭ম গ্রেড দিলে পরবর্তীতে নন ক্যাডারগণ ক্যাডারদের পদগুলো খেয়ে দিবে। এই মানসিকতার তীব্র নিন্দা জানাচ্ছি। কারন পদোন্নতির ক্ষেত্রে ক্যাডার, নন ক্যাডার এর Ratio মেইনটেইন করা হয়। আদালতের রায় থাকা সত্ত্বেও তারা বারবার আমাদের অধিকারে হাত দিচ্ছে। অথচ আমরা একটি বৈষম্যমুক্ত কর্মস্থল নিশ্চিত করতে বদ্ধপরিকর।

আমাদের দাবি কোনো আর্থিক বেনিফিট পাওয়ার জন্য নয়, বরং আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে এই অধিকার আদায়ের আন্দোলন।

আমরা রাষ্ট্রের এই কঠিন মুহুর্তে বেতন ভাতাদি বৃদ্ধি নিয়ে কোনো আন্দোলন করিনি, করেছি আদালতের রায় বাস্তবায়ন করার জন্য। আদালতের রায়কে বাস্তবায়ন না করা মানে তা অবমাননার শামিল।
আমরা আমাদের এই সরকারকে কোনো ট্র্যাপে ফেলেনি কারন ফ্যাসিবাদী সরকারকে হটাতে আমরাও আন্দোলনে যোগ দিয়েছি, সম্মতি দিয়েছিলাম। আমরা একদিনের সেলারি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছি, প্রয়োজনে ১ মাসের বেতন জমা দিতে রাজি আছি।তারপরও ফ্যাসিবাদী সরকারের দালালদের হাত থেকে বৈষম্য দূর করে সুন্দর একটি কর্মপরিবেশ প্রতিটি সরকারি বেসরকারি সেক্টরে নিশ্চিত করতে চাই।

2018

(৩)

স্বৈরাচারের প্রেতাত্মা ও দোসর, আমাদের পিও অভিভাবকদের শুধু একটি কথা মনে করিয়ে দিতে চাই, স্বৈরাচারের পতন হয়েছিল কিন্তু ন্যায্য ও যৌক্তিক দাবিকে নানা বাহানায় অবমূল্যায়ন ও একই সাথে গণমানুষের পুঞ্জীভূত ক্ষোভের সম্মিলিত বুমেরাং এর কারণে। কাজেই আপনারাও সে ভুল করবেন না -আশা করি। পরে যাতে আফসোস করতে না হয় সে বিষয়ে এখনই নিশ্চিয়ই সতর্ক হবেন।

image

 

(৪)

হাইকোর্টের রায় কে তোয়াক্কা না করে ক্যাডার নন-ক্যাডার খেলা খেলছেন এক অদৃশ্য শক্তি।দীর্ঘ ৫ বছর ধরে এই বঞ্চনার ঘানি টানছে অডিটররা।এক ই পদে ভিন্ন বেতন বৈষম্য ভিন্ন বেতন গ্রেড কিভাবে থাকতে পারে?অত্যন্ত সুশৃঙ্খল ভাবে অডিটর রা তাদের দাবি দাওয়া পেশ করে এসেছে।সর্বশেষ আইন মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছে অডিটর দের ১১ থেকে ১০ গ্রেড এ উন্নিত করতে আর কোন আইনি বাধা আছে কিনা।আইন উপদেষ্টা জনাব অসিফ নজরুল আইনি কোন বাধা নেই মর্মে সাইন করে ফাইল অর্থ মন্ত্রণালয়ে ফরোয়ার্ড করেছেন।কিন্তু অদৃশ্য শক্তির কারনে অর্থ মন্ত্রণালয়ে ফাইল আটকে আছে।এর প্রতিবাদে সারা দেশে অডিটর রা শান্তি সমাবেশ করেছেন।অনতি বিলম্বে হাইকোর্টের রায় বাস্তবায়ন না করা হলে অডিটর রা কর্মবিরতি সহ কঠর পদক্ষেপ নিতে বাধ্য হবে।

 

সকল প্রকার চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে ক্লিক করুন:  সকল প্রকার চাকরির বিজ্ঞপ্তি এবং প্রস্তুতি

আরো জানতে ক্লিক করুনঃ

আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (RNPL) নিয়োগ বিজ্ঞপ্তি

সিনিয়র অফিসার পদে ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (bjri)নিয়োগ বিজ্ঞপ্তি

অফিসার পদে ব্র্যাক (BRAC) নিয়োগ বিজ্ঞপ্তি

Bangladesh Bank Assistant director (AD) Job Circular 2024 বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (moysports) পরীক্ষার চূড়ান্ত ফলাফল

কারিগরি শিক্ষা অধিদপ্তর (DTE) এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (bpdb) পরীক্ষার ফলাফল 2024

কর্ণফুলী গ্যাস (kgdcl) নিয়োগ পরীক্ষার ফলাফল

কর কমিশনারের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

CAAB Admit Card, Exam Date & Seat Plan 2024

খুলনা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল ২০২৪

 “DSHE Result 2023//মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (DSHE) নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

৩০১৭ পদে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (dlrs) নিয়োগ বিজ্ঞপ্তি

যুব উন্নয়ন অধিদপ্তর (dyd) পরীক্ষার ফলাফল

খাদ্য মন্ত্রণালয়ের পরীক্ষার ফলাফল

Combined 10 Bank Officer MCQ Result 2024-সমন্বিত ১০ ব্যাংক অফিসার (সাধারণ) পরীক্ষার ফলাফল ২০২৪

কারিগরি শিক্ষা অধিদপ্তর (dtev) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

Non Cadre Job Circular 2024-নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ BBS Job Circular 2024

NTRCA ৫ম গণবিজ্ঞপ্তি-২০২৪

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-Air Force Job Circular 2024

DSS Job Circular 2024

শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস ২০২৪ 

শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি A to Z

কিভাবে নামাজ আদায় করবো

৭০৭ পদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

 এরকম আরো টিপস পেতে আমাদের সাইট টি নিয়মিত ভিজিট করুন। আর হ্যাঁ যদি একজন চাকুরিপ্রার্থী হন তাহলে আমাদের ওয়েবসাইটে থাকা অন্যান্য চলমান নিয়োগ বিজ্ঞপ্তি গুলো দেখতে পারেন। আপনি চাইলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার বন্ধু-বান্ধব কাছের লোকদের সাথে শেয়ার করতে পারেন নিচে থাকার শেয়ার বাটন থাকে। আর যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে ইচ্ছুক তারা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে খুব শীঘ্রই আবেদন করুন। ধন্যবাদ শেষ অবধি সাথে থাকার জন্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x